রান্নাটা মনের মতো হয়নি। তাই নিয়ে বউকে কথা শুনিয়েছিলেন স্বামী। সেই অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করলেন বেঙ্গালুরুর এক মহিলা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ডিজে হাল্লিতে। ২০০৮ সালে রাইচুর থেকে দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরু আসেন নাগরাজ ও তাঁর স্ত্রী জয়লক্ষ্মী। শামপুরাতে একটি সেলুন খোলেন নাগরাজ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খেতে এসে বউয়ের হাতের রান্না পছন্দ হয়নি নাগরাজের। তাই নিয়ে জয়লক্ষ্মীকে বেশ কিছু কটু কথা শুনিয়ে দেন তিনি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয় বলে জানা গিয়েছে।
এতে অপমানিত বোধ করেন জয়লক্ষ্মী। স্বামী বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিলেন তিনি। সন্ধ্যায় নাগরাজ সেলুন যাওয়ার জন্য বেরিয়ে গেলেই রান্নাঘরে রাখা কেরোসিন নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারেরা জানান, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে জয়লক্ষ্মীর মা-বাবা এসে পুলিশে নাগরাজের নামে অভিযোগ দায়ের করেন।
তাঁদের বক্তব্য, বিয়ের পর থেকেই ছোটখাটো কারণে নাগরাজ তাঁদের মেয়েকে অপমান করত। প্রতিদিন সে নতুন নতুন কারণ খুঁজে বের করত। কখনও রান্না নিয়ে, কখনও সন্তানদের দেখাশোনা নিয়ে, কিছু না কিছু নিয়ে রোজ তাঁদের মধ্যে অশান্তি হতো বলে পুলিশের কাছে জানান জয়লক্ষ্মীর মা-বাবা। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাগরাজকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, সাংসারিক অশান্তি, মারধর প্রভৃতি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
Be the first to comment