ব্যবসার নিরিখে সেরা কমেডি ছবি গোলমাল ৪

Spread the love

নিজস্ব প্রতিবেদন : এখনও অবধি সর্বকালের সবথেকে সফল কমেডি ছবির তকমা পেল গোলমাল ৪। মুক্তির মাত্র ১৩ দিনের মধ্যেই এই ছবি ২৬৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। প্রথম দিনেই ছবিটি গোটা বিশ্ব জুড়ে ৩০ কোটি টাকার ব্যবসা করে, যা এর আগে কোনও বলিউড হাসির ছবির পক্ষে করা সম্ভব হয়নি। এই বছর দিওয়ালিতে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু রোহিত শেট্টির এই ছবির উপর তেমন ভরসা কেউ করতে পারেননি। প্রথম কারণ অবশ্যই ছবিতে স্টার বলতে একজনই, অজয় দেবগণ। বাকি তাব্বু, তুষার কাপুর, নীল নীতিন মুকেশ বা পরিনীতি চোপড়া কারুরই সেভাবে ফ্যান বেস নেই। সুতরাং দর্শক টেনে আনার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু সিনে বিশেষজ্ঞরা বলছেন, এই ছবি ব্যবসা করেছে শুধুমাত্র দুটো কারণে— এক রোহিত শেট্টি, অন্যটি এটি গোলমাল সিরিজের একটি ছবি। আগের গোলমাল ছবিগুলিও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ছবি মুক্তির পর থেকেই হলে ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। রোহিত আবার এই ছবিতে আরও একটি চমক দিয়েছেন, হাসির আর ভূতের ভয়ের ককটেল তৈরি করেছেন তিনি, নাম রেখেছেন গোলমাল ৪।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*