রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখলেন বিশিষ্টদের একাংশ। পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের পক্ষেই সওয়াল করেছেন তারা। বিশিষ্টদের চিঠিতে নিন্দা করা হয়েছে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনেরও।
হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, কৌশিক সেন প্রমুখরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখা চিঠিতে তাদের পক্ষে উল্লেখ করা হয়েছে ‘হত্যাকাণ্ডের আগে সক্রিয় হয়নি কেন পুলিশ?’ পাশাপাশই তাঁরা বলেছেন ‘রাজ্যের ভিতরের ত্রুটিগুলো সংশোধন করা প্রয়োজন’। এর পাশাপাশি নিন্দা করা হয়েছে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনেরও।
Be the first to comment