রহস্যজনকভাবে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের বিখ্যাত রাজনীতিবিদ ও আধ্যাত্মিক গুরু ভাইয়ু মহারাজ ওরফে উদয় দেশমুখ। মঙ্গলবার সকালে ইন্দোরে তার বাসভবন থেকে উদ্ধার হয় স্বঘোষিত ধর্মগুরুর মৃতদেহ। একসময় নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করে উদয় দেশমুখ স্বঘোষিত ধমর্গুরু হিসেবে নাম নেন ভাইয়ুজি মহারাজ। তিনি মধ্যপ্রদেশের পাঁচ সন্তদের মধ্যে অন্যতম যাকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রতিমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেন পঞ্চাশ বছর বয়সী ভাইয়ু মহারাজ।
কিন্তু তিনি কেন হঠাৎ আত্মহত্যা কেন করলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারোর মতে, প্রথম স্ত্রী মাধবীর মৃত্যুর পর অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন ভাইয়ুজি। ২০১৭ সালে আয়ুষী শর্মা নামে এক চিকিৎসকের সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সেই বিয়েতে তিনি সুখী হননি। কেউ আবার মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতিকেই এই আত্মহত্যার কারণ বলে মনে করছেন। এদিকে ইন্দোরের ডিআইজি জানিয়েছেন, আজ সকালে গুলির আওয়াজ পেয়ে বাড়ির সদস্যরা ভাইয়ুজি মহারাজকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Be the first to comment