ভাঙড়ে বোমা তৈরির কারখানার মালিক ISF কর্মী! ধৃত মূল চক্রী

Spread the love

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই উদ্ধার হচ্ছে বোমা। মুখ্যমন্ত্রীর নির্দেশমত রাজ্য পুলিশও বোমা উদ্ধারেও তৎপর। জায়গায় জায়গায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজে যথেষ্ট সক্রিয় পুলিশ। কুলতলি থেকে নরেন্দ্রপুর যেখানেই বোমার হদিশ মিলছে, বম্ব স্কোয়াড সহ রাজ্য পুলিশের গোটা টিম সেখানে বোমা নিষ্ক্রিয় করে আসল অপরাধীদের পাকড়াও করছে। বৃহস্পতিবারও ভাঙড়ে খোঁজ মেলে একাটা আস্তা বোমা তৈরির কারখানার। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত। কিন্তু এই কারখানার পেছনে কার হাত রয়েছে?

তদন্তে নেমে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম নবিরুল মোল্লা। তাঁর দাবি, তিনি ISF এর একজন সক্রিয় কর্মী। ধৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ‘ভাইজানের লোকেরা, আমার স্বামীকে চাপ দিয়ে বোমার বরাত দিত।’ কিন্তু কে এই ভাইজান? ধৃত ISF-এর কর্মীর বোমা বানানোর পেছনে কে বা কারা রয়েছে তাঁর উত্তর খুঁজছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*