মনোনয়ন জমা দেওয়া ঘিরে গুলি-বোমা, ফের রণক্ষেত্র ভাঙড়

Spread the love

মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে ISF ও জমি রক্ষা কমিটির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। মঙ্গলবার সকালে ভাঙড়ের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং স্থানীয়দের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। গুলি চলে ও বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন কয়েকজন পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালাচ্ছে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গাজোয়ারির জেরে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মেলার মাঠ। এদিন, ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আইএসএফ কর্মীদের সঙ্গে জমিরক্ষা কমিটির মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলে। সাত রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। দুপক্ষের কয়েক জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।

অশান্তি খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছোড়ার অভিযোগ ওঠে দুপক্ষের বিরুদ্ধেই। ইটের ঘায়ে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনায় কয়েকজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে বাধা দিতেই পরিকল্পিত অশান্তি ছড়িয়েছে আইএসএফ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*