১৯৬৮ সাল থেকে ২০১৯, টানা ৫১ বছর ধরে টেনিস ব্যাট হাতে লড়ে চলেছেন টেবিল টেনিসের রানি ভারতী ঘোষ। ৭৫ বছর পার করলেও ক্রীড়াপ্রেমী অনেক মানুষ তাঁকে টেবিল টেনিসের রানিই বলেন। এই ৫১ বছরে দেশকে বহু কৃতি টেবিল টেনিস খেলোয়াড় উপহার দিয়েছেন। এর মধ্যে অর্জুন পাওয়া মান্তু ঘোষের নাম সবার আগে উল্লেখ করতে হয়। এছাড়াও শুভজিৎ সাহা, গণেশ কুণ্ডু, সুব্রত রায়, সঞ্জয় দে, প্রসেনজিৎ বসুর মতো জাতীয়স্তরের টেবলি টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছিলেন ভারতীদেবীই।
ভারতী ঘোষের বাড়ি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায়। স্থানীয়রা তাঁকে বাবলি দি নামেই চেনেন। উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়িকে অনেকে টেবিল টেনিসের শহর হিসাবে জানেন। জাতীয় ও রাজ্য স্তরে বহু টেবিল টেনিস খেলোয়াড় উপহার দিয়েছে শিলিগুড়ি। উত্তরবঙ্গে টেবিল টেনিসের খ্যাতির মূলে রয়েছেন ভারতী ঘোষ।
ভারতীদেবী বলেন, টেবিল টেনিসই তাঁর একমাত্র সংসার। সন্তান হল বহু টেনিস শিক্ষার্থী। এই খেলাকে তিনি এতটাই ভালোবাসেন যে এর জন্য বিয়ে পর্যন্ত করেননি। বঙ্গরত্ন সম্মানের কথা শুনে তিনি জানান,”আমার এখনও বিশ্বাস হচ্ছে না”।
বয়েসের ভারে ঝুঁকে গেলেও এখনও টেবিল টেনিস থেকে সরে যাননি। নতুন প্রজন্মকে শিখিয়ে চলেছেন হাতে ধরে। বর্তমানে ভারতী ঘোষ দেশবন্ধু এবং সায়গল ক্লাবে খেলা শেখান। শিশুদের পাশাপাশি তিনি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও খেলা শেখান। ভারতী ঘোষের কথায়, ‘পুরস্কার পাব বলে টেবিল টেনিস শেখাই না। এটা ভালো লাগে তাই।’
Be the first to comment