বৃহস্পতিবারই একটি অডিও বার্তায় হুমকির সুরে মুখ খুলেছেন পশ্চিম মেদিনীপুরের ফেরার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। বলেছেন, তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এর বদলা তিনি নেবেন। ভারতী এও বলেছিলেন, শিগগির একটি রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি।
শনিবার কলকাতায় সভা করতে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। স্বাভাবিক ভাবেই এর পর জল্পনায় ঘি পড়েছে। ভারতী কি শনিবারই যোগ দেবেন বিজেপি-তে? অমিত শাহর হাত থেকেই পতাকা নেবেন?
বিজেপি সূত্রে সেই সম্ভাবনা খারিজ করা হচ্ছে। তবে বলা হচ্ছে, লোকসভা ভোটে জঙ্গলমহলের কোনও একটি আসন থেকে ভারতী ঘোষকে প্রার্থী করার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং ভারতীর নাম দলের উপরের মহলের বিবেচনায় ভাল মতই রয়েছে।
সিআইডি-র খাতায় এখনও ফেরার ভারতী ঘোষ যে বিজেপি-র আশ্রয়ে রয়েছেন সে ব্যাপারে গোড়া থেকে অভিযোগ করছেন তৃণমূল নেতারা। তাঁদের অনেকের বক্তব্য, শুধু বিজেপি-র রাজনৈতিক আশ্রয়ে ভারতী নেই, তাঁকে পুলিশ-নিরাপত্তা রক্ষী দিয়ে ‘সেফ হাউজে’ রাখা হয়েছে।
[8/11, 10:08 AM] Ashis Rojdin: প্রাক্তন এই পুলিশ অফিসার ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ। মুকুলের মাধ্যমেই বিজেপি-র দিল্লির নেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে ভারতী ঘোষের। গেরুয়া শিবিরের একটি সূত্রের মতে, উনিশের ভোটের আগে ভারতী ঘোষকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বোমা ফাটানোর চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় ‘মা’ বলে ডাকতেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হলেও তিনি কার্যত ছড়ি ঘোরাতেন গোটা জঙ্গলমহলে। সেই সুবাদে জঙ্গলমহলকে হাতের তালুর মতোই চেনেন এই দুঁদে প্রাক্তন পুলিশ অফিসার।
এখন প্রশ্ন হল, কোন আসনে প্রার্থী হতে পারেন ভারতী? বিজেপি সূত্র বলছে, এ সব কিছু এখন চূড়ান্ত নয়। ঝাড়গ্রাম লোকসভা আসনটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে বিষ্ণুপুর আসনটি। এই দুটো বাদ দিয়ে জঙ্গলমহল এলাকায় রয়েছে আরও চারটি লোকসভা আসন। এর মধ্যে কোনও একটি ভারতী প্রার্থী হলে অবাক হওয়ার কিছু নেই
Be the first to comment