ভারতী ঘোষের এসএমএস প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কেশপুরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারার হুমকি দিয়েছিলেন ভারতী ঘোষ। আর তা নিয়ে ভারতী ঘোষকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীকে উদ্দেশ্য করে মমতা বলেন, “পুলিশে কাজ করার সময় আপনি যে এসএমএস পাঠিয়েছিলেন, সেগুলি যদি জনসমক্ষে নিয়ে আসি তাহলে মানুষকে আর কিছু বলতে হবে না।

উল্লেখ্য, শনিবার ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে রোড-শো করেন মমতা। রোড শো শেষে তিনি বলেন, এত নিম্নমানের প্রচার করা সম্ভব নয়। আমাদের দলের কর্মীদের এত নিম্নমানের কথা বলতে বারণ করেছি। বিজেপির বড় লোকেরা প্রার্থী হয়েছে ! কেউ কেউ জনগণের টাকা মেরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। কেউ কেউ আবার মানুষকে মানুষ বলে মনে করেন না। পশ্চিম মেদিনীপুরে দুজন দাঁড়িয়েছেন। একজন পুরুষ, অপরজন মহিলা। একজন গদার নেতা, অন্যজন টাকা চুরির নেতা। এই দুজন দাঁড়িয়ে অনেক অশ্রাব্য কথা বলছেন।

এদিন আরও একধাপ এগিয়ে মমতা দাবি করেন, পুলিশ সুপার থাকাকালীন ভারতীর সঙ্গে তাঁর মেসেজ চালাচালি হয়েছিলো। তা জনসমক্ষে নিয়ে এলে ভারতীর মুখে কুলুপ পড়বে। তাঁর কথায়, আমাদের নেতাদের বিষয়ে উল্টোপাল্টা কথা বলছেন। তিনি না কি আমাদের নেতাদের নিয়ে অনেক বড় বড় কথা বলছেন। আমি তাঁকে বলব, আমার মুখ খোলাবেন না। পুলিশে কাজ করার সময় আপনি যে এসএমএস পাঠিয়েছিলেন, সেগুলি যদি জনসমক্ষে নিয়ে আসি, তাহলে মানুষকে আর কিছু বলতে হবে না।

পাশাপাশি, মমতার দাবি, ভারতীর বিরুদ্ধে যত মামলা রয়েছে তাতে তাঁকে গ্রেপ্তার করতেই পারতো রাজ্য। মমতার কথায়, মনে রাখবেন, আমরা চাইলে আপনাকে গ্রেপ্তার করতে পারতাম। তবে একটি মামলায় সুপ্রিম কোর্টের গ্রেপ্তার না করার নির্দেশ রয়েছে। কিন্তু, আরও মামলা রয়েছে। তারপরও আমরা ভদ্রতা করেছি। আপনাকে দাঁড়াতে দিয়েছি। আপনি দাঁড়িয়েছেন ঠিক আছে কিন্তু, এমন কোনও কথা বলবেন না যা সীমা লঙ্ঘন করে। গণতান্ত্রিক সৌজন্যতা বজায় রাখা উচিত। যে ভদ্রমহিলা দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন , তাঁকে আগে গ্রামসভায় লড়াই করে আসতে বলুন। গ্রামসভায় লড়ার ক্ষমতা নেই, তিনি নাকি লোকসভা নির্বাচনে লড়বেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*