পিয়ালি আচার্য,
সারা পৃথিবীতেই এখন ২১ ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। বাংলাতেও ভাষা শহীদদের স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে। ২১ তারিখ বাংলা অ্যাকাডেমীতে সংগ্রামী মা মাটি মানুষের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক ভাষা দিবস। এর পাশাপাশি ওই দিনেই সংগ্রামী মা মাটি মানুষ পত্রিকার ৪০০ তম সংখ্যা প্রকাশিত হয়। ২০১১ সালে ২১ ফেব্রুয়ারির দিনটিতেই ধর্মতলায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই মা মাটি মানুষ পত্রিকা প্রকাশিত হয়। তারপর থেকে নিরবচ্ছিন্ন ভাবে দীর্ঘ ৮ বছর ধরে এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। শুধু পুজোর সময় ২ সপ্তাহ বন্ধ থাকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী নির্মল মাজি, জাদুসম্রাট পি.সি সরকার জুনিয়র, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকার,সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, যোগা বিশারদ তুষার শীল সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এই সভার আলোচ্য বিষয়বস্তু ছিল বিশ্বায়নে মাতৃভাষা বিপন্ন, করনীয় কী? মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, প্রত্যেক ভাষাই তার নিজস্ব অস্তিত্ব নিয়ে বাঁচে। তাই বাঙালী যতই ইংরেজি ভাষায় বুৎপত্তি অর্জন করুক না কেন মাতৃভাষা বাংলা তার হৃদয়ে। তাই এখনই মাতৃভাষা বিপন্ন বলে গেলো গেলো রব তোলার কোনও কারন নেই। তিনি ১৯৫২-এর ভাষা শহীদদের স্মরণ করেন। বলেন, ভাষার ভিত্তিতে বাংলাদেশ নামে একটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হলো, এট সারা পৃথিবীতে বিরল এবং বাংলা সেদেশের রাষ্ট্রীয় ভাষা। আর সেখানে সব কাজকর্মই চলে বাংলাতে। এটাই সবচেয়ে আনন্দের বিষয়। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করেন।
মন্ত্রী নির্মল মাজি জনস্বাস্থ্য আন্দোলনের কথা বলেন। ভাষা শহীদদের স্মরণও করেন তিনি। বলেন আমি ও আমার ভাই বোন বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনো করেছি। তাই সত্ত্বেও আমার বোন ডাক্তারি পরীক্ষায় প্রথম হয়েছি এবং আমারাও সস্মমানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হয়েছি। হিন্দি, ইংরেজি সব ভাষাই শিখুন কিন্তু মাতৃভাষাকে জোর দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী সবসময়ই বলেন সব ভাষাই শিখুন কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে নয়।
শেষদিকে প্রতুল মুখোপাধ্যায়ের বক্তব্য এবং তাঁর সঙ্গীত অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দেয়।
দেখুন ছবি-
Be the first to comment