বিজেপি-র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। গতকাল সন্ধ্যা থেকেই এই জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে দল ছেড়েছেন সুবীর নাগ, রাজকমল পাঠকের মতো নেতারা। এ বার সেই তালিকায় যোগ হল ভাস্কর ভট্টাচার্যর নাম। তিনি বিজেপি-র হুগলির প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য ছিলেন।
ভাস্কর ঘনিষ্ঠদের বক্তব্য, হুগলি জেলার চাঁপদানি কিংবা শ্রীরামপুরে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী করেছে কবীরশঙ্কর বসুকে। অন্যদিকে চাঁপদানিতে প্রার্থী করা হয়েছে দিলীপ সিংহকে। তাঁদের অভিযোগ, দল যাঁদের টিকিট দিয়েছে তাঁরা ধারে ভারে ভাস্করের থেকে অনেকটাই কম। গত ২১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দল করেছেন তিনি। কিন্তু দল তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাই অপমানে দল ছেড়েছেন তিনি।
Be the first to comment