অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়

Spread the love

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়। রবিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন কিংবদন্তি এই গোলরক্ষক। তবে এখন কিছুটা ভাল আছেন তিনি। রাতে আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। সোমবার সকালে সেখান থেকে হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়।

রবিবার থেকে জ্বর কিছুতেই কমছিল না তাঁর। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রাক্তন ফুটবলার মিহির বসু বলেন, ‘‘রবিবার সন্ধ্যা থেকে জ্বর এসেছিল। একটা সময় জ্বর ১০০ ছাড়িয়ে যায়। শরীরে অক্সিজেনের মাত্রাও ৯১-তে নেমে যায়। ওর পার্কিনসন্স ডিজিজ রয়েছে। তাই চিন্তা ছিল। সেই কারণেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।’’

কিছুদিন আগেও পরিবারের সদস্যদের কথা অমান্য করেই ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত ত্রাণ শিবিরে অংশ নিয়েছিলেন ভাস্কর। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*