বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত ভাটপাড়া, চলছে পুলিশি টহলদারি

Spread the love

মুহুর্মুহু বোমাবাজির ঘটনায় বৃহস্পতিবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া এলাকা। কাঁকিনাড়া বাজার সংলগ্ন ৬ নম্বর সাইডিংয়ে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে ফের কাঁকিনাড়া এলাকায় বোমাবাজি শুরু হয়।

দুই দল যুবকের গন্ডগোল ঘিরে বৃহস্পতিবার সকালবেলায় উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া বাজার এলাকা। প্রথমে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়, পরে তা পৌঁছয় হাতাহাতির পর্যায়ে। তখনই দুই পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজি করা হয় ওই এলাকায়। এলাকায় প্রায় ১৫ থেকে ১৬ টি বোমা ফেলা হয় বলে অভিযোগ।

বেশ কিছু বোমা ফাটলেও অনেক বোমা ফাটেনি, সেগুলো উদ্ধার করে নিয়ে যায় ভাটপাড়া থানার পুলিশ । এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িরতে বোমা পরে। ঘটনাতে আহত হয় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। ঘটনায় আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় কাঁকিনাড়া বাজারের সমস্ত দোকানপাট। এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, “একটি মেয়েকে উত্যক্ত করা হয়েছিল। সেই সময় তার বাড়ির লোক এসে যারা উত্ত্যক্ত করছিল তাদের মারধর করে। এরপরই দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয় ।”

সাংসদ বলেন, ভাটপাড়া হচ্ছে বোমার কারখানা । এখানে তো বোমা চলবেই । অপরদিকে ভাটপাড়া এলাকার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিং ইচ্ছা করে এই ঘটনাগুলি ঘটাচ্ছেন । দু’দলের বাচ্চাদের গন্ডগোল নিয়ে বোমাবাজি করিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন ।” গোটা ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া এলাকা । উত্তেজনার জেরে এলাকায় চলছে পুলিশি টহল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*