ভাটপাড়ায় জারি ১৪৪ ধারা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Spread the love

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়ায় বুধবার সকাল থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখনও আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে সব দোকানপাট ৷ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ভাটপাড়ার জিলাপি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ৷ তাই যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন ৷

বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও অভিযোগ বিজেপির। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মদন মিত্র কামারহাটি থেকে দুষ্কৃতী নিয়ে এসে কাল পথসভা করেছিল ৷ দুষ্কৃতীদের ছোড়া বোমায় দুই কিশোর আহত হয় ৷ এর ফলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই খারাপ ৷ পুলিশ আধিকারিক সামসের আলি বাড়ি বাড়ি গিয়ে নিরীহ ১৭ জনকে আটক করেছে ৷ এমনকী কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত পুলিশ ভুল পথে চালিত করছে ৷ অর্জুন সিং আরও বলেন, নির্বাচন কমিশনকে বলেছি, আইসি সামসের আলিকে জগদ্দল এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া হোক ৷

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা আতঙ্কে আছি ৷ আমরা গরিব মানুষ ৷ দিন আনি দিন খাই ৷ আমরা চাই এলাকায় যেন আগের মতো শান্তি ফিরে আসে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*