সোমবার ভাটপাড়া ও কাঁকিনাড়ায় পুলিশ ও দুষ্কৃতীদের বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। বিভিন্ন এলাকায় দফায় দফায় চলে বোমাবাজি ও গুলি। ঘটনার জেরে থমথমে এলাকা। এদিন নিরাপত্তার জন্য মাতৃসদন হাসপাতালের প্রসূতি বিভাগের আউটডোর পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।এলাকায় দফায় দফায় বোমাবাজির জেরে আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছেন না এলাকার লোকজন। যান চলাচল প্রায় বন্ধ।
অন্যদিকে পৌরসভা ও হাসপাতালের কর্মীরা না আসার কারনে বন্ধ রয়েছে পরিষেবা। নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে মাতৃসদন হাসপাতালের প্রসূতি বিভাগের আউটডোর পরিষেবাও। শুধুমাত্র পৌরসভার কিছু জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশের কাছে চওয়া হয়েছে নিরাপত্তা। ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কয়েকজনকে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। বোমাবাজি চলছে।
Be the first to comment