উপনির্বাচনের আগে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া। ভোটের আগের দিন রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। পৌঁছেছে নিরাপত্তা বাহিনীও। রাত পোহালেই নির্বাচন। ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূলই পরিকল্পনা করে হামলা চালিয়েছে। বহিরাগতদের এনে হামলা চালানো হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
পুলিশ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। তারা বহিরাগত নাকি এলাকার লোক, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। কামারহাটি থেকে গাড়িগুলো এসেছিল বলে জানা গিয়েছে।
Be the first to comment