ফের উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়। মঙ্গলবার শান্তি মিছিল করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের। বামেদের অভিযোগ, অনুমতি থাকা সত্ত্বেও তাদের মিছিল করতে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। পরে ব্যারিকেড সরিয়ে মিছিল করলে ফের বাধা দেয় পুলিশ। এই নিয়ে সাময়িক বচসার পর ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার সামনেই শুরু হয় ধস্তাধস্তি। পরে কমব্যাট ফোর্স ও RAF নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
উল্লেখ্য, ভাটপাড়ায় চলা অশান্তির জেরে আজ বাম-কংগ্রেস একযোগে “শান্তি মিছিল”-এর আয়োজন করে। কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয় বিকেলে। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম প্রমুখ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল একটু এগোলেই পুলিশ তা আটকায়। শুরু হয় বচসা, পরে তা ধস্তাধস্তিতে গিয়ে পৌঁছয়। এরপর ব্যারিকেড সরিয়ে মিছিল শুরু করলে ফের ভাটপাড়া থানার সামনে মিছিল আটকায় পুলিশ।
পুলিশের মতে, এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে মিছিল করায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে, বাম-কংগ্রেসের মতে, মিছিলের অনুমতি তাদের ছিল। বচসার সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পরে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা শান্তিপূর্ণভাবে থানায় গিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেন। এজন্য পুলিশকে সাতদিনের সময় দেন তাঁরা। সাতদিনের মধ্যে এলাকায় শান্তি না ফিরলে জোরদার আন্দোলনের পথে তারা যাবেন বলে হুঁশিয়ারিও দেন।
Be the first to comment