রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত ৷ ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মিলছে অশান্তির খবর ৷ বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগের প্রতিবাদে গতকালই ধর্না কর্মসূচি পালন করে বিজেপি ৷ হিংসা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্য়ায় ৷ তারপরেও অব্যাহত রয়েছে অশান্তি। বুধবারই ভাটপাড়ায় এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। সেইসঙ্গে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।
বুধবার ভাটপাড়ার সুকিয়া পাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চলে বোমাবাজি, ভাঙচুরের ঘটনা ৷ শুধু তাই নয় চলে লুঠপাঠও ৷ ওই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, বুধবার রাতে একদল দুষ্কৃতী প্রথমে বাড়ি ভাঙচুর করে। তারপর লুঠপাট চালায় ৷ আলমারি ভেঙে সব টাকা নিয়ে নেয়। এমনকি, রান্নার গ্যাস সিলিন্ডারও তুলে নিয়ে যায় তারা ৷ বিজেপি করার অপরাধে তাদের উপর এই হামলা চালানো হয়েছে বসে অভিযোগ ৷
ঘটনাস্থল পর্যবেক্ষন করতে সেখানে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ৷ এলাকায় পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছ ব়্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী ।
Be the first to comment