গোটা ভবানীপুর কেন্দ্রে ১৪৪ ধারা লাগু হোক, দাবি বিজেপির

Spread the love

শেষ দিনে ভবানীপুরে বিজেপির প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার শেষবেলার প্রচারের সময় তৃণমূলের এক নেতার সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী প্রথমে অর্জুন সিং ও পরে দিলীপ ঘোষের সভায় এসে চড়াও হয়। এই অভিযোগ তুলে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রতিনিধি দলের দাবি, ভবানীপুর কেন্দ্রের শুধুমাত্র একটি এলাকায় নয়, গোটা কেন্দ্র জুড়ে ১৪৪ ধারা জারি করতে হবে।

বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত অভিযোগ করে জানান, সোমবার যদুবাবুর বাজার অঞ্চলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচার সভায় এসে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক ঝামেলা শুরু করে। এরপর সেই একই দুষ্কৃতীরা গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সভায় ফের ঝামেলা শুরু করে।

এই বিষয়ে স্বপন দাশগুপ্ত বলেন, এভাবে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। নেতাদের দেহরক্ষীরা থাকলেও একজনও উর্দিধারী বা সাদা পোশাকের কলকাতা পুলিশকে দেখা যায়নি। তাই আমরা দাবি জানাচ্ছি যে. ভবানীপুরের শুধু বিশেষ একটি গলিতেই নয়, পুরো ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা লাগু করা হোক। শুধু বুথের ভেতরেই নয় সিআরপিএফ বাহিনী বুথের বাইরেও মোতায়েন করতে হবে। ১০০ শতাংশ বুথেই সিসিটিভি বা ওয়েব কাস্টিং করা হোক। আমরা সুস্থ নির্বাচন চাই। লোকে যাতে ভয় শূন্য ভাবে ভোট দিতে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*