রাজ্যে মোট ৫ টি কেন্দ্রে উপনির্বাচন করার কথা । পাশাপাশি দু’টি কেন্দ্রে নির্বাচন করা হয়নি। এই সব কেন্দ্রগুলিতেই একসঙ্গে নির্বাচন করার কথা থাকলেও কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের মুখ্যসচিবের ওই চিঠির বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর তিনি মামলাটি শুনবেন।
মামলাকারী হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের কিছু জায়গায় নির্বাচনের এই সিদ্ধান্ত একতরফা। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এইভাবে একটা কেন্দ্রে নির্বাচনের জন্য চিঠি পাঠাতে পারেন না। কয়েকদিন আগে রাজ্যের ৭ টি কেন্দ্রে নির্বাচন করানোর দাবিতে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার ৷
আগামী সোমবার এই দু’টি মামলার বিষয় একসঙ্গে শুনবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।
Be the first to comment