কোরেগাঁও-ভীমা মামলায় ৮৩ বছরের ফাদার স্ট্যান স্বামীকে গ্রেফতার করলো NIA

Spread the love

এগরার পরিষদ মামলায় এবার প্রবীণতম অভিযুক্ত ৮৩ বছরের ফাদার স্ট্যান স্বামীকে গ্রেফতার করল এনআইএ। গতকাল রাতে ঝাড়খণ্ডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
এর আগেও বহুবার এলগার পরিষদের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার তাঁকে গ্রেফতার করল NIA.

মহারাষ্ট্রের কোরেগাঁও-ভীমা গ্রামের ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে এই অভিযোগেই তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু হয়। গত ৬ই অক্টোবর এক ভিডিওয় ফাদার স্ট্যান স্বামী বলেছিলেন, ‘আমাকে মুম্বই যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। এনআইএ আমাকে ১৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে আমাকে মুম্বইয়ের অফিসেও ডাকা হচ্ছে। আমি সেখানে যেতে রাজি নই। ৮৩ বছর বয়ে এসে শরীরে বাসা বেধেছে অনেক রোগ। স্বাস্থ্যের কারণেই আমি যেতে চাইনি। করোনাভাইরাস নিয়ে মুখ খুলতে চাইনি, তবে আমি ভীম-কোরেগাঁও-তে যাইনি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*