ভোপাল শহরে গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিল একটি দামি গাড়ি । পুলিশ থামাতেই এক আরোহী চেঁচিয়ে শাসাতে লাগলেন, তোমরা কি জানো, মুখ্যমন্ত্রী আমার শ্যালক? মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মধ্যপ্রদেশে আমার কোটি কোটি বোন আছেন। আমি অনেকেরই শ্যালক। তবে আইন আইনের পথেই চলবে।
আগামী নভেম্বর মাসে মধ্যপ্রদেশে ভোট হবে। তার আগে নির্বাচন কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, যে সব গাড়ি বেআইনিভাবে হুটার ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেইমতো পুলিশ গত বৃহস্পতিবার একটি হুটারওয়ালা গাড়ি থামাতেই আরোহী চিৎকার করতে থাকেন, মেরা শালা হ্যায় মুখ্যমন্ত্রী। তুম কেয়া সচতে হ্যায় আপনে আপ কো ?
গাড়িতে দুই মহিলা বসেছিলেন। তাঁদের দেখা যায় মোবাইল ফোনে ডায়াল করছেন। তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে ফোন করছেন।
তিনজনের আসল পরিচয় এখনও পুলিশ জানায়নি। গত কয়েকদিনে বেআইনি হুটারযুক্ত গাড়ি ধরার জন্য ভোপালে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। গাড়িতে বেআইনি হুটার থাকলে জরিমানা আদায় করা হচ্ছে ৩ হাজার টাকা।
Be the first to comment