বাড়ির পিছনের মাঠ থেকে উদ্ধার হল বৃদ্ধ স্বামী-স্ত্রীর দেহ। খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ। আটক করা হয়েছে ওই দম্পতির ছেলেকে।
ভুপতিনগর থানা এলাকার পায়রাচালি এলাকার বাসিন্দা ছিলেন বিজয় মণ্ডল (৬৫) ও পুতুল মণ্ডল (৬০)। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে একটি গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় পাঁচ বিঘা জমি ছিল তাঁদের। এছাড়াও বাড়ি সহ আরও কিছু সম্পত্তি। প্রতিবেশীরা জানিয়েছেন, এই সম্পত্তি নিয়েই দীর্ঘদিন ধরে অশান্তি চলছে পরিবারে। কারণ বিজয়বাবুর এক ছেলে ও দুই মেয়ে, তিনজনেই এই সম্পত্তির দাবিদার।
পুলিশ জানায়, দুই মেয়ে ও জামাই সম্পত্তির ভাগ চাইতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ছেলে-বৌ। বিজয়বাবু ও পুতুলদেবী ছেলের কাছেই থাকতেন। শুরু হয় বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার। দিনের পর দিন তাঁদের খেতে দেওয়া হত না বলেও জানিয়েছেন পড়শিরা। একা ছেলে নয়, মেয়ে ও জামাইরা এসেও সম্পত্তির জন্য তাঁদের উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। এমন কী অত্যাচার সহ্য করতে না পেরে দিন ১৫ আগে বাড়ি ছেড়েছিল বৃদ্ধ দম্পতি।
বৃহস্পতিবার রাতে তাঁরা বাড়ি ফিরে এসে জানিয়ে দেন, এ বার থেকে নিজেদের মতো থাকবেন। ছেলে মেয়েদের সঙ্গেও আর যোগাযোগ রাখবেন না। এরপরে আজ ভোরে তাঁদের ঝুলন্ত দেহ মেলে। ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই দম্পতির ছেলে ব্যোমকেশ মণ্ডলকে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment