ভূপতিনগরে বিস্ফোরণ! এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের

Spread the love

ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের ঘটনায় এনআইএ(NIA)-এর তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা করার অনুমোদন চেয়ে সোমবার আবেদন করা হয়েছিল, আজ, মঙ্গলবার আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এ ব্যাপারে মামলা করার অনুমতি চেয়ে এবং দ্রুত শুনানির আর্জিও জানান মামলাকারী। এর পরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দেন।

প্রসঙ্গত, শনিবার কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণ ও তিন জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিস্ফোড়ণের ঘটনায় তৃণমূলের ৩ কর্মীর মৃত্যু হয়।কী থেকে আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তার এখনও সদুত্তর মেলেনি। আর এরমধ্যেই ঘটনার তদন্তে রুজু হল মামলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*