প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ভুটান সরকার

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ দেওয়ার কথা ঘোষণা করল ভুটান সরকার। আজ এই ঘোষণা করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভুটানের রাজা জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে আমাদের নিঃশর্ত বন্ধুত্বের সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে বছরের পর বছর ধরে ভুটানকে সাহায্য করে চলেছে ভারত। বিশেষ করে করোনা আবহে ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত।’

ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘রাজাজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান গাদাগ পেল গি খোরলো প্রাপক হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। রাজা উল্লেখ করেছেন, বছরের পর বছর ধরে মোদিজি ভুটানের সঙ্গে নিঃশর্ত বন্ধুত্ব বজায় রেখেছেন এবং আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে করোনার সময় তিনি আমাদের সাহায্য করেছেন। এই পুরস্কার তাঁর প্রাপ্য ছিল। ভুটানের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে, তাঁকে মহান, ধার্মিক মানুষ বলে মনে হয়েছে। আপনার উপস্থিতিতে এই সম্মান প্রদান অনুষ্ঠান উদযাপন করার দিকে তাকিয়ে আছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*