পুলিশ বিদ্রোহের মুখে উত্তরপ্রদেশ। অ্যাপেল কর্মকর্তা বিবেক তিওয়ারির হত্যায় কনস্টেবল প্রশান্ত চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন পুলিশকর্মীরা। গত সপ্তাহে লখনউয়ে বিবেককে রাত চৌকির সময় গুলি করে মেরে ফেলে ওই কনস্টেবল। বিবেকই প্রশান্তকে ধাক্কা দিয়েছেন বলে তাঁর সহকর্মীরা জানাচ্ছেন।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শী বিবেকের সহযাত্রী বলছেন কোনও প্ররোচনা ছাড়াই বিবেককে গুলি করেছেন ওই পুলিশ কনস্টেবল। এনিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে গেলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দেন, এটি এনকাউন্টারের ঘটনা নয়। পুলিশ কর্মীদের পাল্টা প্রশ্ন, তাঁদের জীবনের কি দাম নেই। তাদের এফআইআর নেওায় হবে না কেন। রোজই পুলিশকর্মীরা হাতে কালো ফিতে বেঁধে কাজ করছেন। অনির্দিষ্টকালের অনশনের হুমকিও দিয়েচেন তাঁরা। পুলিসের ডিজি বলেছেন, এটা খুনের ঘটনা। এ জিনিস সহ্য করা হবে না।
Be the first to comment