মাসানুর রহমানঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন। সিনেমা উৎসবের বিদায় বেলাতে তাই সিনেমার সবটুকু স্বাদ চেটেপুটে খেতে ব্যস্ত সিনেমাপ্রেমীরা। ঠাসা ভীড়, লম্বা লাইন, চেনা অচেনা মানুষজনের সাক্ষাৎে জমজমাটি তিলোত্তমা।
এই চলচ্চিত্র উৎসবে এসে আপ্লুত পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রীরা বারবার মুখোমুখি হলেন রোজদিনের সাক্ষাৎকারে। জানালেন অনেক অজানা কাহিনী, সিনেমাকে ঘিরে তুলে ধরলেন তাঁদের আবেগ, অনুভূতি শোনালেন ক্যামেরার পিছনের গল্পগুলোকে।
ঋতুপর্ণ ঘোষের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে সঙ্গিতা দত্তের ছবি “বার্ড অফ ডাস্ক”। এটি একটি ডকুমেন্ট্রি যা ঋতুপর্ণ ঘোষ ও তাঁর ছবি সম্পর্কে অজানা বহু কিছু জানাবে দর্শকদের এমনটাই ধারনা পরিচালক ও গোটা ইউনিটের।
পরিচালক আসা হেলগা হেজরলেইফসডোত্তির সিনেমা “সোয়ান___ সভানুরিন”। নয় বছর বয়সের সোল-কে নিয়ে দারুন কাহিনী সিনেমাটির।
“গুডবাই কাটমান্ডু” পরিচালক নবীন সুব্বার এই সিনেমাটি কাটমান্ডুর তিন যুববকে নিয়ে। ছবিটি তৈরী করতে পরিচালকের সময় লাগে ৭ বছর। অবশেষে সব বাধা পেরিয়ে পর্দার সামনে হাজির। ভিন্ন স্বাদ পাবে দর্শক জানালেন পরিচালক সুব্বা।
অভিনেতা ও পরিচালক অনিন্দ ব্যানার্জীর ছবি “স্মাগ”। ৭৩ মিনিটের ছবিটি সম্পর্কে বিশেষ কিছু না জানালেও দর্শকের চোখ আটকে থাকবে পর্দাতেই এমনটাই জানান পরিচালক অনিন্দ।
চৈনিক পরিচালক ঝাং ওয়েই-এর ছবি “ব্যালড ফ্রম টিবেট” তিব্বতের বাচ্ছাদের জীবন ধারা নিয়ে তৈরী সিনেমা একেবারে এক ভিন্ন স্বাদের।
সবকিছু মিলিয়ে মিশিয়ে শেষবেলাতেও ছবির মহা সমারোহ কলকাতা ২৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যার রেষ যেন শেষ হয়েও হয়না শেষ__ রোল, সাউন্ড, ক্যামেরা,__ অ্যাকশান।।
চিত্রগ্রাহকঃ প্রশান্ত দাস
Be the first to comment