নিউ টাউন এনকাউন্টারের জেরে বিধাননগর কমিশনারেট এলাকায় আরও কঠোর হল বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম। এবার থেকে কাউকে বাড়ি ভাড়া দিতে গেলে পুলিশি অনুমতি বাধ্যতামূলক করল প্রশাসন। ভাড়াটের পরিচয়পত্র ও নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে থানায় জমা দিয়ে নিতে হবে অনুমতি। অনুমতি না নিলে পদক্ষেপ করবে পুলিশ।
রবিবার বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ২৯ নম্বর ওয়ার্ডে ডিজে ব্লকে একটি অনুষ্ঠানে আবাসিকদের জানান, যারা ভাড়া দিতে চান তাদের ভাড়াটিয়াদের পরিচয় পত্র নিয়ে টেনেন্ট ফর্মসহ পুলিশের কাছে জমা দিতে হবে। এরপর পুলিশ পরিচয় পত্র ভেরিফিকেশন করবে। সঠিক লোক হলে তবেই ভাড়া দেওয়া যাবে।
অন্যদিকে গেস্ট হাউস এবং হোটেল গুলির ক্ষেত্রেও একই বিধি চালু করা হয়েছে। হোটেল এবং গেস্ট হাউসগুলির যারা থাকতে আসছেন তাদের পরিচয় পত্র এবং তথ্য নিয়ে পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশ দ্রুত তথ্য যাচাই করে গেস্টহাউস গুলিকে জানিয়ে দেবে যারা আসছেন তাদের থাকতে দেওয়া যাবে কি যাবে না।
প্রসঙ্গত বিধান নগরে গেস্টহাউস এবং ভাড়াবাড়িগুলিতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল। সেই অসঙ্গতি দূর করতে বিধান নগর পুলিশ কমিশনাটের আওতাধীন সমস্ত থানায় এর জন্য আলাদা একটি সেল তৈরি করা হয়েছে।
Be the first to comment