মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

Spread the love

মোবাইল টাওয়ার বসানোর নাম করে কয়েকশো কোটি টাকা প্রতারণায় গ্রেফতার তিন মাস্টার মাইন্ড। গত ১৬ অগাস্ট বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক মোবাইল নেটওয়ার্ক সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বেশ কিছু ব্যক্তি সেই সংস্থার নাম করে গ্রাহকদের থেকে কয়েকশো কোটি টাকার প্রতারণা করছে। তদন্ত শুরু করে ১১জনকে গ্রেফতার করে পুলিস। তাঁদের জিজ্ঞেসাবাদ করে আরও ৩জনের নাম উঠে আসে।

তদন্তে জানা যায়, রিজেন্ট পার্ক থানার বাসিন্দা অভিজিৎ বিষ্ণু, নিমতার বাসিন্দা প্রিয়াঙ্কা কর এবং সুজাতা সাধু- এই তিনজন হাবড়াতে একটি ভুয়ো সংস্থা খুলে টাওয়ার বসানোর নাম করে ফোন করা হত। কম সুদে ঋণ করিয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁদের থেকে বিভিন্ন কারণ দেখিয়ে কয়েকশো কোটি টাকা প্রতারণার মাস্টার প্লান তৈরি হয়। এই তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*