
ট্রেন ঘোষণা ভুল হওয়ায় বিধাননগর স্টেশনের পরিস্থিতি প্রায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হয় দায়িত্বে থাকা একমাত্র জিআরপি-র। তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান কয়েকশো যাত্রী। বিধাননগর টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ চলে।
মঙ্গলবার রাত ৯টার পর ট্রেন ঘোষণায় ভুল হয়। ১ নম্বর প্লাটফর্মে বারাসাত লোকাল ও ২ নম্বরে বণগা লোকাল আসবে বলে ঘোষণা হয়। কিন্তু, ট্রেন ২টি উল্টো প্লাটফর্মে আসে। এই অবস্থায় নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়ে যান। হুড়োহুড়ি শুরু হয় স্টেশন চত্ত্বরে। যাত্রীদের অভিযোগ, মাঝে মাঝেই ঘোষণার ভুলে তাদের এই ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাই ধৈর্য্যের বাঁধ ভাঙে মঙ্গলবার। স্টেশন মাস্টারকে বাইরে আসার দাবি করেন যাত্রীরা।
সঠিক ট্রেন ধরতে না পারায় বেশ কয়েকজন যাত্রী বিপদে পড়েন। ট্রেন যাত্রী তুলিকা গঙ্গোপাধ্যায় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে যাচ্ছিলেন। সময় মতো না পৌঁছলে মায়ের শরীরের অবনতি হবে বলে তিনি জানান। দত্তপুকুরের বাসিন্দা তুলিকা গোটা ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত। তুলিকার মতই হয়রানির শিকার প্রত্যেক নিত্যযাত্রী স্টেশন মাস্টারকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। চাপে পড়ে ক্ষমা চান স্টেশন মাস্টার। তারপরই বিক্ষোভ তুলে নেন নিত্যযাত্রীরা।
Be the first to comment