অমৃতা ঘোষ:-
আজ সোমবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। দুপুর ২’টোয় অধিবেশনের সূচনা হলো।সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুকে শোক প্রস্তাব গ্রহণ করবে বিধানসভা। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮২, পরে ১৯৮৭ থেকে ২০১১ পর্যন্ত বিধানসভার সভার সদস্য ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তিনবারের মুখ্যমন্ত্রী। গত ৮ অগাস্ট তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশেষ অধিবেশন ডাকার প্রধান কারণ অবশ্য ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নে বিল পাশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কেন্দ্র না করলে রাজ্য নিজেই এই ব্যাপারে অগ্রসর হবে।
এর আগে প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে দু-বার চিঠি দেন মুখ্যমন্ত্রী। কিন্তু সাড়া মেলেনি কোনোভাবেই কেন্দ্রের তরফ থেকে।
আরজি করের ঘটনার পর রাজ্য সরকার চায় ধর্ষণের সর্বোচ্চ সাজা হোক ফাঁসি এবং প্রতিটি ঘটনার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। মঙ্গলবার এই মর্মে বিল আনা হতে পারে বলে অনুমান।
Be the first to comment