বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

আজ বিধানসভায় প্রেস কনফারেন্সে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সর্বদলীয় বৈঠক এবং বিএ কমিটির বৈঠকে আলোচনার পর আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিধানসভা কক্ষে কি হবে তার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৯টি বিল আসবে এবার বিধানসভা অধিবেশনে। সোমবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিধানসভা চলবে। এবার লক্ষণীয় বিধানসভা অধিবেশন চলবে বিকেল ৪ টে পর্যন্ত। যাতে বিধানসভার সব সদস্যরা অধিবেশনের কাজ এবং বিল, প্রশ্ন আওয়ারে যাতে অংশ নিতে পারেন। যাতে ভাল আলোচনা হয়।

যে বিল আসছে তা, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ বৃহস্পতিবারের মধ্যে আসবে। এরপর বিএ কমিটির মিটিং এ ঠিক হবে আর কি কি বিল আসবে।

এছাড়াও বলেন, অনুব্রত মন্ডলের কথা আমরা সমর্থন করি না। ববির সঙ্গে কথা হয়েছে। দলের একজন যে ভাবে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তা মার্জনীয়য় নয়। এই ধরণের শব্দ চয়ন ঠিক নয়। তিনি(অনুব্রত) জনপ্রিয় নেতা, কিন্তু এই ধরণের শব্দের ব্যবহার দল মানবে না।

এদিন পার্থ বলেন, কোথাও তাদের(বিরোধী দল) কৃষক আক্রান্তে দেখা যায় নি। অথচ এখন তারা আমরা আক্রান্ত বলে ঘুরে বেড়াচ্ছেন। কটাক্ষ পার্থর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*