সফল ভাবে মহাকাশে পাড়ি দিলো ‘বিগ বার্ড’

Spread the love

পোষাকি নাম ‘বিগ বার্ড’। সফল ভাবে মহাকাশে পাঠানো হল ভারতের সবচেয়ে ভারী ও শক্তিশালী কৃত্রিম উপগ্রহ। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশে উড়ল ‘বিগ বার্ড’। উপগ্রহটির ওজন ৫,৮৫৪ কিলোগ্রাম।

এই পর্যন্ত ভারত যত উপগ্রহ পাঠিয়েছে, তার মধ্যে সবচাইতে শক্তিশালী। ‘বিগ বার্ড’কে ঘিরে আশার পারদ চূড়ান্ত বিজ্ঞানীদের। তাঁদের আশা, এর ফলে যুগান্তকারী পরিবর্তন আসবে টেলি কমিউনিকেশন ব্যবস্থায়। দুর্গম অঞ্চলেও মিলবে ইন্টারনেট পরিষেবা। এমনকী বিমানে মিলবে ইন্টারনেট। দু্র্গম অঞ্চলে সেনাবাহিনীর যোগযোগ ব্যবস্থাও হবে উন্নত। ইসরোর প্রধান কে শিভান জানিয়েছেন, উপগ্রহটি হল ‘জিস্যাট-১১’ গোত্রের। যাকে পরবর্তী প্রজন্মের উপগ্রহও বলা যায়। ব্রডব্যান্ড পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ‘বিগ বার্ড’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*