গঙ্গাস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৩। বিহারের বেগুসরাইয়ের ঘটনা। জানা গিয়েছে শনিবার সকালে কার্ত্তিক পূর্নিমা উপলক্ষে বেগুসরাইয়ের সিমারিয়া ঘাটে জড়ো হয়েছিলেন হাজারো পুন্যার্থী। হঠাৎ কোনো গুজবের জেরেই হুড়োহুড়ি শুরু হয় ঘাটে। পুন্যার্থীরা দৌড়তে শুরু করলেই ঘটে যায় বিপত্তি। ছুটতে গিয়ে অনেকে পড়ে গেলে তাদের মাড়িয়ে চলে যান অন্যরা। ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয়রা মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কোন গুজবের জেরে এই দূর্ঘটনা তা এখনো জানা যায়নি। অন্যদিকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরনের আশ্বাস দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও পুলিশ পদপিষ্ট হওয়ার ঘটনাকে অস্বীকার করেছে। তাদের সাফ কথা ভিড়ে শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে একজন নালন্দার নুরসরাই এবং আরেকজন সীতামারির বাসিন্দা বলে জানা গিয়েছে। অপর জনের পরিচয় পুলিশ জানতে পারেনি বলে খবর। ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Be the first to comment