ফের মাওবাদী হামলা বিহারে। মঙ্গলবার ১৯.১২.২০১৭ তারিখে দুজন মহিলা সহ মাওবাদিদের একটি গ্রুপ রাত ১১.২৫ নাগাদ পূর্ব রেলের মালদা কিউল-জামালপুর বিভাগে বিহারের মাসুদান রেলওয়ে স্টেশনে হামলা চালিয়েছে এবং প্যানেল রুমটি আগুন লাগিয়ে দিয়েছে। এরপর মাওবাদিরা ডিউটি স্টেশন মাস্টার শ্রী মুকেশ কুমার ও পোর্টার শ্রী নরেন্দ্র মণ্ডলকে অপহরণ করেছে। যদিও বুধবার বেলার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে খবর। হামলার ফলে ৫৩৬১৬ ডাউন, গয়া-জামালপুর প্যাসেঞ্জার ট্রেন ১১.২৯ এর মধ্যে মাসুদান স্টেশনে পৌঁছায়, সেখানে প্যানেল রুমের ওপর মাওবাদীরা আগুন লাগিয়ে দেওয়ায় সিগন্যাল ব্যর্থ হয়। যার ফলে ট্রেনটি সেখানে আটকে পড়ে।
অতিরিক্ত সুপারিশ পুলিশ ও সাব-ডিভিশনাল অফিসার, লখিসারাই, স্থানীয় ওসি-পীরবাজার, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং জিআরপি/জামালপুরের অপারেশন ও ইঞ্জিনিয়ারিং স্টাফসহ মাসুদান স্টেশনে উপস্থিত হন। অপহৃত দুই রেলওয়ে কর্মীর উদ্ধারের জন্য ব্যাপক অনুসন্ধান অপারেশন চলছে। যদিও ট্রেন চলাচল শুরু হয় ৫.৪৫ এ। কিউল-জামালপুর বিভাগে এটি আবার ৬.৪০ এর মধ্যে স্থগিত রাখতে হয়। কারণ হিসাবে জানা যায় অ্যাসিস্টান্ট অপারেটিং ম্যানেজার/ ইস্টার্ন রেলওয়ে/মালদা এর কাছে একটি কল এসেছে অপহৃত স্টেশন মাস্টার শ্রী মুকেশ কুমারের থেকে। তিনি জানান, কিউল-জামালপুর বিভাগের ট্রেন চলাচল হলেই অপহরণকারীরা তাদের হত্যা করবে। সেই অনুযায়ী, ট্রেন চলাচল আবার স্থগিত করা হয়।
ফলস্বরূপ, ১৩০২৩ হাওড়া-গয়ায় এক্সপ্রেস সহ তিনটি মেইল/এক্সপ্রেস ট্রেন, মালদা-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ১৩৪৮৩, ভাগলপুর-দিনাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ১৩৪০১ আপসহ বিভিন্ন স্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে।
Be the first to comment