মদের বদলে ভালো জামা কাপড়, খাবারে মন দিয়েছে বিহার

Spread the love

বিশেষ প্রতিনিধি,

গ্রামের মহিলাদের প্রতিবাদের জেরেই ২০১৬ সালে বিহার সরকার সম্পূর্ণভাবে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। এরপর থেকেই বিহারে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসতে শুরু করে। ২০১৬ সালের পর বিহারের মানুষ মদের বদলে অন্য জিনিস কেনা বাড়িয়ে দিয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে, বিহারের মহিলারা দামি শাড়ি কেনার ক্ষেত্রে ১৭৫১%‌ বেশি টাকা খরচ করছে। বিক্রি বেড়ে গিয়েছে মধু এবং চিজ কেনার ওপরও। মধুর বিক্রি বেড়েছে ৩৮০%‌ এবং ২০০%‌ চিজের বিক্রি বেড়ে গিয়েছে।

১৯%‌ বিহারবাসী নতুন সম্পত্তিও ক্রয় করেছেন বলে জানা গিয়েছে। যে অর্থ এতদিন মদের পেছনে খরচ হত, এখন সেই টাকাই বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এ বছর এই সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্য বিধানসভাতেও।

বিহারে মদ নিষিদ্ধ হয়ে যাওযায় জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হয়েছে। এশিয়ান ডেভলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট (‌এডিআরআই)‌ এবং ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের করা এক সমীক্ষায় এরকমই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় জানা গিয়েছে, সম্পত্তি কিনতেও ইচ্ছা প্রকাশ করছেন বিহারবাসী৷
এডিআরআইয়ের রিপোর্টে জানা গিয়েছে, বিহারে দুধ এবং দুগ্ধজাত পণ্যও অতিরিক্ত মাত্রায় বিক্রি হচ্ছে। বিশেষ করে বাটারমিল্ক (‌৪০%‌ )‌, ফ্লেভার্ড মিল্ক (‌২৮.‌৪%‌ )‌ এবং লস্যি (‌১৯.৭%)‌। এর পাশাপাশি বিক্রি বেড়েছে নতুন আসবারপত্র, খেলার সামগ্রী এবং নতুন পোশাকেরও। মদ নিষেধাজ্ঞার ফলে তার প্রভাব অস্বাভাবিক ভাবেই পরেছে অর্থনীতিতে। নওয়াদা, পূর্ণিয়া, সমস্তিপুর, পশ্চিম চম্পারন এবং কাইমুর বিহারের এই পাঁচ জেলার ২৩৬৮টি বাড়িতে বাড়িতে সমীক্ষা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*