বেপরোয়া গাড়ির ধাক্কায় ৯ স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত বিজেপি নেতা

Spread the love

বিহারের মুজফফরপুর জেলার মীনাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৯ স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মনোজ বৈঠা অবশেষে আত্মসমর্পণ করলেন। বুধবার সকালে তিনি আত্মসমর্পণ করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, শনিবার ধরমপুর মিডল স্কুলের কাছে প্রথমে এক ৬৫ বছর বয়সি মহিলাকে ধাক্কা মারে মনোজের গাড়ি। এরপর দ্রুত সেখান থেকে পালাতে গিয়েই ৭৭ নম্বর জাতীয় সড়কে স্কুলপড়ুয়াদের ধাক্কা মারেন এই বিজেপি নেতা। স্কুল ছুটির পর পড়ুয়ারা রাস্তা পেরোচ্ছিল। তাদের ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। মৃতদের প্রত্যেকেরই বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। অন্তত ১০ জন জখম হয়েছে। মুজফফরপুর ও পাটনার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

মনোজের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, আঘাত করা, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৮, ৩৩৭, ৩৩৮ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবশেষে বুধবারই আত্মসমর্পণই করলেন এই বিজেপি নেতা।

অভিযুক্ত বিজেপি নেতা-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*