বয়লার বিস্ফোরণে মৃত্যু হল ৪ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বিহারের গোপালগঞ্জ জেলার ঘটনা। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে জেলার একটি চিনি কারখানায় প্রায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে।জখম শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অধিকাংশেরই ৯০ শতাংশ পুড়ে গেছে।
১০জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। দুর্ঘটনার পর কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বয়লার অত্যধিক গরম হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে মৃতদের পরিবারের অভিযোগ, ইঞ্জিনিয়ারদের নিষেধাজ্ঞা মানেনি কতৃপক্ষ। তার জেরেই ঘটে গেল এই দূর্ঘটনা।
Be the first to comment