বছর তিনেকের এক শিশু মুঙ্গেরের মুরগিয়াচক গ্রামে এসেছিল তার মামারবাড়িতে। খেলতে খেলতে আচমকাই মঙ্গলবার দুপুরে বাড়ির উঠোনে খোঁড়া একটি কুয়োতে পড়ে যায় ওই শিশু। তার কান্না শুনে ব্যাপারটি জানতে পারেন সবাই। খবর দেওয়া হয় পুলিশে।
জানা গিয়েছে, প্রায় ১১০ ফুট গভীরে আটকে ছিল সানা। ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলাকারি দল। উপর থেকেই যাতে শিশুটির উপর নজর রাখা যায় সে জন্য ব্যবস্থা করা হয় আধুনিক আলোর। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য কুয়োতে অক্সিজেন পাঠানোর ব্যবস্থাও করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।
অবশেষে দীর্ঘ ৩০ ঘণ্টার চেষ্টায় ওই শিশুকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলাকারি দল। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এমনিতে সুস্থই আছে সান্নো। তবে দীর্ঘক্ষণ কুয়োর নীচে আটকে থাকায় খানিকটা শারীরিক অবনতি হয়েছে।
Be the first to comment