হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হল ৮ দিনের শিশুর; পড়ুন বিস্তারিত!

Spread the love
হাসপাতালের ইনটেনসিভ কেয়ারেই ইঁদুর। খেসারত দিল সদ্যজাত। ইঁদুরের কামড়ে মৃত্যু হল ৮ দিনের শিশুর। ঘটনাটি বিহারের দারভাঙা জেলা হাসপাতালের।
মঙ্গলবার সকালে ৮ দিনের শিশুকে দুধ খাওয়াতে যান মা।জন্মের পরই ইনটেনসিভ কেয়ারেই ছিল সদ্যজাত। ঘরে ঢুকতেই শিশুর হাত ও পা থেকে রক্ত বেরোতে দেখা যায়। কামড়ের চিহ্ন স্পষ্ট দেখতে পান শিশুর মা বলে অভিযোগ। এছাড়াও, শিশুর গায়ে আঁচড়ের দাগও দেখা যায়।ইনটেনসিভ কেয়ারে কেউ না থাকার অভিযোগও উঠছে।
ঘটনার পরই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে  অভিযোগ ওঠে। দারভাঙার ওই হাসপাতালের চারিদিকে ইঁদুরের বাস। যা মেনে নিয়েছে পেডিয়াট্রিক বিভাগের ডাক্তার ওম প্রকাশ। তবে, শিশুর মৃত্যু ইঁদুরের কামড়ে হয়নি বলে দাবি তাঁর। জন্মের পরই শিশুটির হার্টের সমস্যা ছিল। শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। শ্বাসকষ্টই মৃত্যুর কারণ বলে দাবি ওম প্রকাশের।
তবে ডাক্তারের দাবি মানতে নারাজ শিশুর বাবা মা। হাসপাতাল সুপার সহ দারভাঙা জেলা দফতরের সামনে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। বিক্ষোভের জেরে, জেলা শাসক চন্দ্রশেখর প্রসাদ শিশু মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে। জেলা হাসপাতালে ইঁদুরের উৎপাত কেন হবে উঠছে সেই প্রশ্নও।
অবশ্য, হাসপাতাল সুপারের দাবি, কয়েক হাজার  ইঁদুরের বাস হাসপাতাল চত্ত্বরে। একদিনেই সমস্যার সমাধান হবে না। পরিচ্ছন্নতার দিকে  নজর দিলেও ইঁদুরের তাণ্ডব এই হাসপাতালের বড় সমস্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*