মহারাষ্ট্রের পর বিহার, করোনায় প্রাণ গেল ৩৮ বছরের তরুণের

Spread the love

মহারাষ্ট্রের পর এবার বিহার ৷ রবিবার করোনা ভাইরাসের কোপে প্রাণ হারালেন ৩৮ বছরের এক তরুণের৷ খবর অনুযায়ী, এই তরুণ কিছুদিন ধরে পটনার এএইমসে ছিলেন আইসোলেশনে ৷ মুঙ্গেরের বাসিন্দা এই তরুণ রবিবারই শেষ নিশ্বাস ত্যাগ করে পটনার এএইমসে ৷ জানা গিয়েছে, তরুণ কিডনি সমস্যাতেও ভুগছিলেন ৷ দেশে এই প্রথম কোনও তরুণের প্রাণ যায় করোনা ভাইরাসে ৷ জানা গিয়েছে মৃত তরুণ কাতারে কর্মরত ছিলেন ৷

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷

ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*