বিহারে মদ নিষেধের আইন ভাঙার সাজা ঢিলে করল বিহার সরকার

Spread the love

সামনের বছর ভোট। বিহারে তাই মদ নিষেধের আইন ভাঙার সাজা ঢিলে করল বিহার সরকার। বুধবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আসন্ন বাদল অধিবেশন তা পেশ হবে বিধানসভায়। বিহারের ক্যাবিনটে সচিব অরুণ কুমার এ কথা জানালেও তবে বিলে ঠিক কী আছে তা তিনি বলতে চাননি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ললিত কিশোর বলেছেন, যারা নিরাপদ মদ উৎপাদন ও বিক্রি করে এবং প্রথমবার আইন ভাঙছে, তাদের জন্য সাজা কমানো হচ্ছে। এখন যেখানে মদ বাজেয়াপ্ত হয়, সেই সম্পত্তির মালিক ও ভাড়াটে, তাদের সম্পত্তি ও গাড়ি বাজেয়াপ্ত করার আইন রয়েছে। সেই আইন সংশোধন করে মূল সম্পত্তি ব্যবহারকারীর ওপর চাপানো হচ্ছে। এই আইন পাশ হলে আগের মামলাগুলির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। যারা গ্রেফতার হয়েছে, তারাও খানিকটা ছাড় পাবে। বিহারে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করে নীতীশ কুমারের সরকার ২০১৬ সালের এপ্রিলে আইন চালু করেছে। এর ফলে রাজ্য কোষাগারে বছরে ৫ হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। তবে নীতীশ কুমার সম্প্রতি কবুল করছেন, এই আইনের অনেক ফাঁক রয়েছে। তার অপব্যবহারও হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*