অভিনব উপায়ে হোম থেকে পালালো চার নাবালিকা; পড়ুন!

Spread the love
ছবি সৌজন্যে- এএনআই
অভিনব উপায়ে হোম থেকে পালাল চার নাবালিকা! রবিবার সকালে বিহারের পাটলিপুত্র কলোনির হোমের তিনতলার বারান্দা থেকে পালায় তারা। সরঞ্জাম বলতে ছিল কয়েকটা ওড়না!
পুলিশ জানিয়েছে, গত মাসেই আশা কিরণ নামের ওই সরকারি হোমে আনা হয়েছিল পলাতক চার নাবালিকাকে। তাদের মধ্যে তিন জনের বয়স ১৬, এক জনের ১২। ঠিক কী কারণে তারা পালাল, তা এখনও জানা যায়নি। কী ভাবেই বা নিরাপত্তা রক্ষীদের চোখ এড়াল, তা-ও এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরপর কয়েকটি ওড়না বেঁধে লম্বা দড়ির মতো বানায় তারা। সেই ‘দড়ি’ বেয়েই তিন তলা উঁচু বারান্দা থেকে নীচে নামে। সকলের  চোখে ধুলো দিয়ে পালায় হোম থেকে। কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের হওযার পরে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এপ্রিল মাসেই সামনে এসেছিল বিহারের মুজফ্ফরপুরের হোমে তিরিশেরও বেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হোম কর্তাদের বিরুদ্ধে। সারা দেশ থমকে গিয়েছিল বিকৃত মানসিকতার এই নজিরে। এই কিশোরীদের পালানোর পিছনেও তেমন কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*