বিহারের ছপরায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। মদে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এই মৃত্যু। প্রশাসন সূত্রে খবর, শনিবার বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিষমদ খেয়ে এই ভয়ঙ্কর পরিণতির কথা প্রকাশ্যে আসতেই শিরোনামে উঠেছে বিহার। ছপরায় একটি দল পাঠিয়ে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কমিশনের একটি দল ছপরায় যাবে। তারা খতিয়ে দেখবে অসুস্থদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে কি না। শুধু তাই-ই নয়, তাঁদের সুবিধার্থে কী কী পদক্ষেপ করেছে সরকার, তা-ও খতিয়ে দেখা হবে।
পাশাপাশি, বিষমদ উৎপাদন রুখতে বিহার সরকারের ভূমিকা ঠিক কী তা-ও খতিয়ে দেখবে কমিশন। কমিশনের ওই দলটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবে, সরকার এই বিষমদ উৎপাদনের ডেরাগুলি ধ্বংস ও সার্বিক ভাবে বিষমদ উৎপাদন বন্ধ করতে কী কী পদক্ষেপ করেছে।
২০১৬ সালের এপ্রিল মাসে বিহার সরকার রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। তারপরও বেআইনিভাবে চলছ মদের ঠেক। তবে এত বড় বিপর্যয় আগে ঘটেনি। অন্যদিকে, বিষমদ খেয়ে কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানিয়েছে নীতীশ প্রশাসন।
Be the first to comment