সরকারি হোমে যৌন নিগ্রহের প্রতিবাদে বৃহস্পতিবার বাম দলগুলি বিহার বনধ ডেকেছে। তারা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে। সিবিআই তদন্তের দাবিও জানাচ্ছে তারা। লালুপ্রসাদের আরজেডি ও কংগ্রেস এই বনধ সমর্থন করেছে। আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, “যৌন নিগ্রহের এই ভয়ঙ্কর অভিযোগ ওঠার পরেও নীতীশ কুমার নীরব। আমি কথা দিচ্ছি, নীতীশকে কথা বলাবোই। চাচা, চলো তৈরি হও।” মজফফরপুরে সেবাসকল্প এবং বিকাশ সমিতি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনাধীন সরকারি হোমে ৪২ জন নাবালিকা-কিশোরীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১১ জনেক গ্রেফতার করা হয়েছে। ওই এনজিওটি চালান ব্রজেশ ঠাকুর। তিনিই মূল অভিযুক্ত। কংগ্রেসের শক্তিসিং গোহিল বলেছেন, বনধকে সমর্থন করছে কংগ্রেস। নীতীশ মুখ খুলুন।
Be the first to comment