কেএমডিএ চেয়েছিল শুক্রবার থেকেই দু’দিন স্বাস্থ্য পরীক্ষা করবে বিজন সেতুর। কিন্তু তাতে রাজি হয়নি পুলিশ। কারণ সামনে কালীপুজো। উৎসবের মরশুম শেষ হয়নি এখনও। আর এই মুহূর্তে বিজন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে দক্ষিণ কলকাতার যান চলাচলে সমস্যা হবে।
লালবাজার সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেওয়া হতে পারে। যার জন্য কিছুদিন বন্ধ থাকতে পারে বালিগঞ্জ-কসবা এই কানেক্টরটি। প্রথম দফায় কলকাতার আটটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি। শিয়ালদহ উড়ালপুল, জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতু-সহ সাতটির স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু। সেই সূত্রেই KMDA-এর তরফে কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দেওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ থেকে দু’দিন বন্ধ করা হবে ওই সেতুটি। কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা পুলিশ।
সপ্তাহের মাঝে এমনভাবে সেতুটি বন্ধ হলে সল্টলেক, রুবি, কসবা থেকে গড়িয়াহাট বা রাসবিহারী আসতে বা উল্টো ক্ষেত্রেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। আর এমনিতেই টালা ব্রিজের কারণে উত্তর কলকাতা ট্র্যাফিক নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ। তার উপরে দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলে সমস্যা অনেকটাই বাড়তো। কলকাতা পুলিশ চাইছে কালীপুজো এবং দীপাবলি মিটে যাওয়ার পরই ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হোক। সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বিজন সেতু বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর।
Be the first to comment