স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হতে পারে বালিগঞ্জের ব্যস্ত বিজন সেতু। জানা গিয়েছে, কলকাতা পুলিশ ও কেএমডিএ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা সেরেছে। জানা গিয়েছে, ২২ নভেম্বর থেকে তিনদিন স্বাস্থ্যপরীক্ষার জন্যে বন্ধ রাখা হতে পারে বিজন সেতু।
ওই তিনদিন এই উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হবে। তবে বিজন সেতুতে যান চলাচল বন্ধ হলে কোন বিকল্প পথে চলবে গাড়ি, তা এখনও ঠিক হয়নি। বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা অনেক আগেই করে নিতে চাইছিল কেএমডিএ। সেটাই এবার শুরু হতে চলেছে।
একেই টালা সেতুতে যান চলাচল বন্ধ। তার জেরে উত্তর কলকাতার যান চলাচল বিঘ্নিত। এই পরিস্থিতিতে অন্যান্য সেতু বন্ধ হলে শহরে যানজট তীব্রতর হওয়ার আশঙ্কা। কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য বলেছিলেন, ‘দুর্ঘটনা এড়াতেই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজে হাত দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রথম ধাপে শহরের সাতটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ পুজোর আগে শেষ হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে বেশকিছু সুপারিশও করেছে বিশেষজ্ঞ সংস্থা। সেই সুপারিশ দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছে কেএমডিএ।
Be the first to comment