দিল্লী টেস্টের প্রথম দিনেই বিজয়-বিরাটের শতরান

Spread the love

শনিবার দিল্লীর ফিরোজ শা কোটলাতে শুরু হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে এদিন ওপেন করতে নামেন শিখর ধাওয়ান এবং মুরলি বিজয়। শিখর ধাওয়ান দারুন খেলছিলেন, কিন্তু লাকমলের একটি দুর্দান্ত ক্যাচ ধাওয়ানকে প্যাভিলিয়বে ফেরায়। তৃতীয় সিসনে ভারত ৬৬ ওভার পর্যন্ত ব্যাট করে ২ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে। মুরলই বিজয় এবং অধিনায়ক কোহলি দুজনের শতরান করে ব্যাট করছে। এদিন বিজয় সিরিজের দ্বিতীয় শতরান করলেন। ১১টি চার এর সাহাযে ১২২ রানে এখনো ব্যাট করছেন। অধিনায়ক কোহলি সিরিজে পর পর তিনটি টেস্টে শতরান করলেন। এবং টেস্টে তার ২০তম শতরান করলেন। ১২২ বলে করা ১৪টি চার এর সাহাযে ১০৬ রান করে ব্যাট করছেন কোহলি। এছাড়াও এদিন বিরাট কোহলি দ্রুত ১৬,০০০ রান করলেন আন্তর্জাতিক ক্রিকেটে। এর জন্য তিনি ৩৫০ ইনিংস নিয়েছেন। আগে এই রেকর্ডটি ছিল দক্ষিন আফ্রিকার হাসিম আমলার। ৩৬৩ ইনিংসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*