পুজোর আগে নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। এদিন শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করবেন আন্দোলনকারীরা। নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকা ভুক্ত সকলের একই নোটিফিকেশনের চাকরির দাবি নিয়ে বিকাশ ভবনে যাবেন তাঁরা।
মহালয়া হয়ে গিয়েছে গতকাল। সূচনা হয়েছে দেবীপক্ষের।চারিদিকে সাজো সাজো রব। গোটা শহর সেজে উঠছে শারদ আনন্দে। কিন্তু বিক্ষোভরত চাকরি প্রার্থীদের এখনও দিন কাটছে গান্ধীমূর্তির পাদদেশে।আগের পুজোটাও আন্দোলন করেই কেটেছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়োগ হবে। কিন্তু হয়নি। ফলত, পুজোর সময়ও বাড়ির পরিজনদের কাছে তাঁরা যেতে পারছেন না। এই অবস্থার যাতে সমস্যার সমাধান হয়, সেই কারণে তাঁদের দাবি পুজোর আগে অন্তত যেন একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই কারণে এ দিন তাঁরা শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।
আজ বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন বিকাশ ভবনে। দলে থাকছেন শহীদুল্লাহ, অভিষেক সেন, মতিউর রহমান, পলাশ মণ্ডল, তনয়া বিশ্বাস, আবু নাসের ঘরামী।
প্রসঙ্গত, ৫৬০ দিন অতিক্রান্ত হয়েছে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। একাধিকবার তাঁরা শিক্ষামন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন। দেওয়া হয়েছে নিয়োগের প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতিই সার। তার বাস্তবায়ন দেখতে না পেয়েই এ দিন আবারও বিকাশ ভবনে যেতে চলেছেন তাঁরা।
দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টি-রোদ মাথায় করেই চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন। অযোগ্যরা চাকরি পেয়েছে, আর যোগ্যরা রাস্তায় বসে আছেন রাস্তায়। এমন অভিযোগ বার বার উঠছে বিভিন্ন মহল থেকে। কিন্তু যাঁরা বসে আছেন ওখানে রাস্তার ধারে, পরিবার পরিজনকে ছেড়ে… তাঁরাই বোঝেন পরিবারকে ছেড়ে দিনের পর দিন আন্দোলনে বসে থাকার যন্ত্রণা।
Be the first to comment