গলসিতে শেষমূহূর্তে বিজেপির প্রার্থী বদল, প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস

Spread the love

মনোনয়ন পেশের ঠিক আগের মুহূর্তে গলসি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করল বিজেপি৷ ফলে স্বভাবতই হতাশ হয়ে ফিরতে হল পূর্ব ঘোষিত বিজেপি প্রার্থী তপন বাগদিকে। ওই কেন্দ্রে বিকাশ বিশ্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি৷

১৭ মার্চ বিজেপির তরফে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় তপন বাগদির। তারপর থেকে পুরোদমে ভোট প্রচারে নামেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন। সোমবারই ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এদিন বহু কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে, গেরুয়া বর্ণে নিজেকে রাঙিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি। কিন্তু তা জমা দেওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন, তাঁকে মনোনয়ন জমা দিতে বারণ করা হচ্ছে। পরে বেরিয়ে জানতে পারেন, গলসি কেন্দ্রে তাঁকে বাতিল করে বিকাশ বিশ্বাসকে প্রার্থী করছে গেরুয়া শিবির। এই ঘোষণায় অত্যন্ত ক্ষুব্ধ তপন বাগদি৷

জানা গিয়েছে, শ্লীলতাহানির মামলা চলায় গলসির বিজেপি প্রার্থীকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে বলেছিলেন দলের স্থানীয় নেতারা। কিন্তু তা মানতে নারাজ প্রার্থী। দিন তিনেক আগে তাঁকে পার্টি অফিসে ডেকে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া এমনই ইঙ্গিত দিয়েছিলেন।  জোর করে ভোটের ময়দান থেকে সরানো হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন তপন৷ বলেছিলেন, “কেন্দ্রীয় নেতারা ঠিক মনে করেছেন বলেই আমার উপর দায়িত্ব দিয়েছেন। আমি ইতিমধ্যেই এবিষয়ে রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছি। ২৯ মার্চ মনোনয়ন জমা দেব। ওইদিন বাধা দিলে আত্মহত্যা করব৷”

এদিন খানিকটা সুর নরম করে তপন বাগদি বলেছেন, ”আমাকে সেদিন উনি ডেকে বলেছিলেন, প্রচার না করতে। কিন্তু আমার প্রার্থীপদ বাতিল হবে, সে বিষয়ে কিছু বলেননি, আমিও বুঝিনি। তাই মনোনয়ন জমা দিতে এসেছিলাম। এখন আমাকে আবার কথা বলে দেখতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*